শুধু শিক্ষিত নয়, চাই তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত জাতি… এ স্লোগানকে সামনে রেখে ICT Knowledge Ltd. পরিচালিত ‘যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র’র বার্ষিক কর্ম-পরিকল্পনা ও উদ্যোক্তা পুরস্কার ২০২০ইং অনুষ্ঠান সম্পন্ন হয় গত ১৬ই জানুয়ারী, বৃহঃপ্রতিবার। চলতি বছর ২০২০ইং সালকে কেন্দ্র করে কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রযুক্তির ছোঁয়া পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ICT Knowledge পরিচালিত প্রত্যেক প্রশিক্ষণ কেন্দ্রে চলতি বছরে কম পক্ষে ১১০ জনকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে। অর্থাৎ প্রতি প্রশিক্ষণ কেন্দ্রকে ১১০ জন ছাত্র/ছাত্রী প্রশিক্ষণ প্রদানের টার্গেট দেওয়া হয়। প্রতিটি শাখায় ১১০জন করে প্রশিক্ষণ প্রদান করলে দেশব্যাপী ৩৫টি শাখায় মোট ৩৮৫০জনকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ গড়ে তোলা হবে। অনুষ্ঠানে সকল “আঞ্চলিক পরিচালক”গণ বিভিন্নভাবে মতামত প্রদান করেন। সকলের বক্তব্যর মধ্যে চলতি বছরে টার্গেট পূর্ণ করার উদ্দেশ্যে কাজ করে যাওয়ার আত্নবিশ্বাস ফুটে উঠে। ICT Knowledge এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ খোরশেদ আলম আশেক সকল আঞ্চলিক পরিচালকদের সমস্যা সমাধানের বিভিন্ন উপায় নিয়ে কথা বলেন এবং চলতি বছরের টার্গেট প্রদান করেন। সমাপনী বক্তব্যে সকল আঞ্চলিক পরিচালকদের উদ্দেশ্যে তিনি বলেন ICT Knowledge এমন একটি প্লাটফর্ম, যেটির মাধ্যমে দেশ ও জাতিকে সাথে নিয়ে আপনারা নিজেকে সফলতার দিকে এগিয়ে যাবেন। আগামী ২০২৩ইং সালের মধ্যে প্রথমে একটি ‘পলিটেকনিক ইনষ্টিটিউট’ পরবর্তীতে ২০৩০ইং সালের মধ্যে প্রতিটি আঞ্চলিক কেন্দ্রকে ‘পলিটেকনিক ইনষ্টিটিউট’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ও প্রচেষ্টার কথা ব্যক্ত করেন। “যুব উন্নয়ন কম্পউটার প্রশিক্ষণ কেন্দ্রে”র ছাত্র ‘হুমায়ূন কবির চৌধুরী’ অনুষ্ঠান সঞ্চালন করার সময় সকলের উদ্দেশ্য ছবির দিকে ঈঙ্গিত করে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নিজেকে একজন লিডার হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা করলে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ICT Knowledge এর সম্মানিত চেয়ারম্যন মোঃ মোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপস্থিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোঃ আরিফ, বিশিষ্ট সাংবাদিক মোঃ মনজুরুল ইসলাম, গ্রামীণ ব্যাংকের অফিসার মোঃ জালাল উদ্দীন, বিশেষ অতিথির বক্তব্য বলেন সকল ‘আঞ্চলিক পরিচালক’দের আগামী বিশ্বের প্রযুক্তির ব্যবহার ও পরিবর্তন সম্পর্কে আপডেট থাকতে হবে অন্যথায় নিজেকে পিছিয়ে পড়তে হবে। অনুষ্ঠানে সকল আঞ্চলিক পরিচালকদের সনদপত্র প্রদান করা হয় ও গত বছরে ছাত্র/ছাত্রীদের ভাল মানের কম্পিউটার প্রশিক্ষণ করায় “উদ্যোক্তা পুরুস্কার ২০২০ইং” প্রদান করা হয়।
“উদ্যোক্তা পুরুস্কার ২০২০ইং” গ্রহণ করেন যথাক্রমে-
রাউজান উপজেলার ডাক বাংলো হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরান তেলোয়াত, জাতীয় সংগীত পাঠ, সকল আঞ্চলিক পরিচালকদের মতামত গ্রহণ ও সমাধান, পুরস্কার বিতরণ, প্রীতি ভোজ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে শেষ হয়।