রাউজানে নোয়াপাড়া মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ+ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, অতিথি ও শিক্ষক শিক্ষিকাদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, ঢাকার মৌচাকে অনুষ্ঠিত স্কাউটদের পুরস্কার প্রাপ্ত ছাত্র ছাত্রী মেডেল ও সনদপত্র প্রদান বিতরণ।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি ও নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাউজান প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার আব্দুল মমিন।
শিক্ষক কাজল দাশের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিংকু চৌধুরী, শতবর্ষ পূর্তির সভাপতি ও প্রাক্তন ছাত্র ডাঃ দিদারুল আলম, প্রাক্তন ছাত্র মোহাম্মদ আলাউদ্দিন আল কামাল, জাহেদুল আলম, প্রথম আলোর রাউজান প্রতিনিধি এস. এম. ইউসুফ উদ্দিন, শতবর্ষ পূর্তির আহবায়ক প্রকৌশলী আনোয়ার আলম, সায়মুন তারেকসহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলমকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।