বাংলাদেশের ইতিহাসে চট্টগ্রামের অবদান অবিস্মরণীয় হয়ে আছে। চট্টগ্রাম সবসময় নেতৃত্বের সূতিকাগার হিসেবে পরিচিত। চট্টগ্রামের অনেক জাতীয় মাপের নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও কাঙ্খিত উন্নয়ন এখনো সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নে যথেষ্ট আন্তরিক। বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে আমাদের সকল তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে চট্টগ্রাম শহরে অবস্থানরত রাউজানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।
মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় প্রধান আলোচক ছিলেন লেখক গবেষক ও কলামিস্ট অধ্যাপক ড. মাসুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জে.এস.এ ট্রেডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস.এম হাসান জাবেদ, বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশনের নির্বাহী সদস্য সুমন দে, রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মফজল হোসাইন, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শওকত হোসেন, রাউজান উপজেলা যুবলীগের সহ-সভাপতি সারজু মোঃ নাসের, হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমন, সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের যুগ্ন আহবায়ক দিদারুল আলম, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, জামেয়ার রাউজান ছাত্র পরিষদের সভাপতি মাসুম রশিদ কাদেরী, সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন।
বক্তব্য রাখেন, সৈয়্যদ জুনাইদ উল্লাহ, আবদুল্লাহ আল মামুন, রবিউল হক রুবেল, সৈয়্যদ মুহাম্মদ নুরাইন, শাহরিয়ার আসিফ, তাজনবী ইমন, আরমান উদ্দিন, অমিত দাশগুপ্ত, মোহাম্মদ নাহিদ, হোসাইন মাহমুদ চিশতী, মোরশেদুল আলমসহ প্রমুখ।