আমাদের সোনার বাংলাদেশে এত বেশি জনসংখ্যা যে, বর্তমানে সরকারের পক্ষে কখনো সম্ভব নয় দেশকে বেকার মুক্ত করা অর্থাৎ সবাইকে সরকারী চাকুরী প্রদান করা। এ দেশে বেশির ভাগ জনগণ ‘সরকারী চাকুরি সোনার হরিণ’ মনে করে। আর সে সরকারী চাকুরীর আশাঁয় প্রায় ২০ থেকে ২৫ বছর পর্যন্ত সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে, কেউ সফলভাবে সরকারী চাকুরী পায় আর কেউ ব্যার্থতার কারণে হতশাগ্রস্থ হয়ে পড়ে। সে হতাশাগ্রস্থ ব্যাক্তিরা কেউ কেউ বিদেশ পাড়ি দেয়, টাকার জন্য পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের প্রতি ভালবাসা এবং নিজের মেধা বিসর্জন দিয়ে অন্য দেশের উন্নতি ঘটায়। যার ফলে কেউ আর্থিকভাবে স্বালম্বী হলেও বহু ক্ষতির সম্মূখীনও হতে হয় যা প্রবাসীর কাছ থেকে বিশদ বর্ণনা শুনলে বুঝা যাবে।
আবার কেউ প্রবাস ছেড়ে এসে নিরুপায় হয়ে দেশে সি.এন.জি. চালানো, মোদির দোকান ইত্যাদি বিভিন্ন পেশা নতুনভাবে শুরু করে। যা তার কাঙ্খিত ছিলনা। তাছাড়া প্রবাস হতে কোন দুর্ঘনা বসৎ ফিরে আসলে আরো বহুগুণ বেশি ক্ষতির সম্মুখীন হতে হয় যা পোষানোর নয়।
আরা যারা বিদেশে পাড়ি জমাতে পারেনা তাদের জীবন সংগ্রাম আরো কঠোর। যার ফলে জীবনের প্রতিটিক্ষণকে ব্যার্থতার বেড়াজাল মনে হয়।
এখন এ সমস্যা উত্তোরণের উপায় কি??? কমেন্টে জানাতে পারেন, অতি শিগ্রীই আবার আসছি…..