পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল (এম.এ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হযরত মাওলানা শাহ ছুফি আবুল হাসনাত (রহ:) প্রকাশ টাইটেল সাহেব হুজুর এর ২য় পুত্র ও সাবেক প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মাহমুদুল হাছান আনসারি সাহেব এর ভাই মওলানা মাতলুবুল হাছান (প্রকাশঃ মতলব হুজুর) (৫৯) গত ১১/০২/২০২০ইং রাত ১২ ঘটিকার সময় চ.মে.ক. হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজেউন), আজ বাদে যোহর পদুয়া বশির মোহাম্মদ সিকদার পাড়া ও মুন্সি পাড়া জামে মসজিদের মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে ইমামতি করেন মরহুমের বড় ভাই মাওলানা মাহমুদুল হাছান আনসারি সাহেব। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ৩ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মওলানা মাতলুবুল হাছান সাহেবের মৃত্যুতে যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এর আঞ্চলিক পরিচালক মুহাম্মদ নাজিম উদ্দিন ও হাফেজ মোঃ মিছবাহ উদ্দিন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। জানাযা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।