হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি আয়োজনে রোয়াংছড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এর সাথে ২০১৯ ইং সনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ এপস্নাস ও ট্যালেন্ট পুল বৃত্তি-৫, সাধারণ বৃত্তি-৪ জন শিক্ষার্থীরসহ বৃত্তিপ্রাপ্তি মেধাবী শিক্ষার্থীদৈর মাঝে সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার (৩ মার্চ ২০২০) আয়োজিত আলোচনা সভায় সহকারি শিক্ষক তপন কান্তি দাশ সঞ্চালনায় বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি সভাপতি অংশৈচিং মারমা এর সভাপতিতেব প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পষিদের চেয়াম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরম্নষ ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রম্ন মারমা,সাবেক পুরম্নষ ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মো: কামাল হোসেন,ইউআরসি ইন্ট্রাক্টর মো: মোমিনুল ইসলাম, প্রধান শিক্ষক চয়ইমং মারমা, মংহাইনু মারমা, ধীরেন্ট ত্রিপুরা,কমিটি সদস্য হ্লাছোহ্রী মারমা,রামসিয়াম বম, সহকারি শিক্ষিকা ডসিংনু মারমা, শিক্ষকমন্ডলীবৃন্দ ও কোমলমতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা শেষে প্রধান শিক্ষক চয়ইমং মারমা হাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান চহাইমং মারমা দশ হাজার টাকা চেক প্রদান করেন।