নিজস্ব সংবাদদাতা : বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অধিপ্তর কর্তৃক আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্ত্ততি দিবস উপলক্ষে বিভিন্ন শ্রেণীতে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন প্রতিযোগিতার মধ্যে দিয়ে বর্ণাঢ্য র্যালী ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ঝঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি, এই প্রতিপাদ্য নিয়ে রোয়াংছড়ি উপজেলায় চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে এসে শেষ হয়। এদিকে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে অগ্নি নির্বপন ও মহড়া অনুষ্ঠান আয়োজন করা হয়। মহড়া অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল (১০ মার্চ ২০২০) আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসানের সভাপতিতেব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ময়নুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা মংসুইনু মারমা,রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: আবদুস সবুর,উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অংসাজাই মারমা,রোয়াংছড়ি থানা এসআই মো: আলমঙ্গীর,বাচনু মারমা প্রমুখ।