নিজস্ব সংবাদদাতা রোয়াংছড়ি: বান্দরবানের রোয়াংছড়িতে ব্যবসায়িদের সিন্ডিকেটের বাজারে প্রয়োজনীয় দ্রব্যমূল্যের হঠাৎ দাম বৃদ্ধি করায় বাজারে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রাখতে প্রতিটি পাইকারী ও খুচারা দোকানে মনিটরিং করছে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান। সূত্রে জানা গেছে দেশের করোনা ভাইসের জনিত কারণটিকে পুঁজি করে (২০ মার্চ ২০২০) পাইকারী ও খুচরা ব্যবসায়ী মিলন বড়ুয়া, মো: লোকমান, সুখেন্দু বিকাশ কর্মকার, মো: আব্দুল জালিলের সিন্ডিকেটের মধ্যে দিয়ে মুঠোফোনে আলাপচারিতায় মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দাম অসাভাবিক ভাবে দাম বৃদ্ধি করা হয়। মুদির ব্যবসায়িদের অতি লাভের আশায় রোয়াংছড়ি বাজারে কমিটির সিদ্ধন্ত দেখিয়ে একটি মনগড়া চার্ট বানিয়ে স্বাক্ষর করেন কমিটির সাধারণ সম্পাদক বিজিত বড়ুয়া। পরে নির্ধারিত মূল্য হিসেবে প্রতিটি দোকানে ঝুলিয়ে রাখেন। এরপর থেকে চাল,ডাল, পেঁয়াজ,আলু,চিনি,গুঁড়ো দুধ ও গুড় সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী অতিরিক্ত দ্রব্যমূল্য দাম বৃদ্ধি করে কেনা-বেচার করেন। শুধু তাই নয়, প্রায় তাদের সিন্ডিকেটের মূল্য চাইতে ও বেশি কেনা-বেচার করার অভিযোগ উঠেছে ব্যবসায়িদের বিরুদ্ধে। এতে উপজেলা প্রশাসনের নজরে আসলে শুক্রবার (২০ মার্চ ২০২০) সকাল ১১টা দিকে তাৎক্ষণিক ভাবে মাঠে নেমে দ্রব্যমূল্যের দাম বেশি বলে প্রাথমিক ভাবে প্রামাণিত পাওয়ায় সকল ব্যবসায়িদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে সর্তক করে দেয় এবং আগামীতে এসব ব্যাপারে দ্রব্যমূল্য বৃদ্ধি দেখা দিলে সব দোকানে মোবাইল কোর্ট পরিচালনা মাধ্যমে আইনে ব্যবস্থা করা হবে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এসোলেশন রুমে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা।