হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি প্রতিনিধি : বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলার প্রশাসন ও সমাজ সেবার অধিপ্তরের কর্মকর্তা বরুণ দের তড়িৎ পদক্ষেপের দুযোর্গকালে বৃষ্টির উপেক্ষা করে রোয়াংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সামাজিক দুরত্ব রেখে উদ্বোধনের মধ্যে দিয়ে ১নং রোয়াংছড়ি ইউনিয়নে দু:স্থ বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী সহ ৬শতাধিক ভাতা ভোগীদের হাতে ২০২০ অর্থ বছরে জানুয়ারী হতে জুন পর্যন্ত অগ্রীমসহ দুই কিস্তি ভাতা ৩হাজার টাকা করে তুলে দিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা। সূত্রে জানা গেছে, বৈশ্বিক মহামারী কোভিড-১৯,নোভেল করোনা ভাইসের কারণে দুর্যোগে মুকাবেলা অংশ হিসেবে সরকার নির্দেশ অনুযাীয় এ কর্মসূচীর দ্রুত পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিপ্তর। এসময় সমাজ সেবার কর্মকর্তা বরুণ দে বলেন বর্তমান সার্বিক পরিস্থিতির বিবেচনা করে সরকার নির্দেশ অনুযায়ী এক মাসের বয়স্ক ভাতা ৫শত,বিধবা ভাতা ৫শত ও প্রতিবন্ধী ভাতা ৭৫০ টাকা করে ৬২৩ জন প্রত্যেকের ভাতা ভোগীদের মাঝে জানুয়ারী হতে জুন পর্যন্ত অগ্রীমসহ ৬মাসের দুই কিস্তির টাকা প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন পর্যাক্রমে অবশিষ্ট তারাছা,আলেক্ষ্যং ও নোয়াপতং সহ ৩ ইউনিয়নে মধ্যে ভাতা ভোগীদের হাতে ভাতা টাকা পৌঁছে দেওয়া হবে। রোববার (৩ মে ২০২০) ভাতা বিতরণে সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান,রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, সমাজ সেবা অধিপ্তরের কর্মকর্তা বরুণ দে,সোনালী ব্যাংকের কর্মকর্তা অংবাচিং মারমা,সমাজ সেবা অফিসের অফিস সহকারী মিতালী তঞ্চঙ্গ্যা, ইউনিয়ন সমাজ কর্মী র্লিলিপ্রু চৌধুরী, স্বেচ্ছা সেবক মংটিংওয়াই মারমা, অংসিংউ মারমা।