নিজস্ব সংবাদদাতা রোয়াংছড়ি: বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মংটিংওয়াই মারমা ব্যক্তিগত উদ্যোগে ও নিজ অর্থায়নে পবিত্র রমজান মাসের বাংলাদেশ আওয়মীলীগের সভাপতি দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনা ধর্ম যার যার উৎসব সবার এ শ্লোগানকে সামনে রেখে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এর অনুপ্রেরণায় রোয়াংছড়ি বাজার এলাকার বসবাসরত দু:স্থ মুসলিম রোজারী পরিবারের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে প্রথমবারে মত ইফতার সামগ্রী বিতরণ করলেন। স্থানীয়দের সূত্রে জানা গেছে উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মংটিংওয়াই মারমা বিশ্বব্যাপী বৈশ্বিক মহামারী কোভিড-১৯, নোভেল করোনা ভাইরাসে প্রার্দুভাবের কারণে দেশের সরকারি ভাবে মহামারী ও ঝুঁকিপূর্ণ ঘোষণা পর থেকে সরকারি ও বেসরকারী কাজে মংটিংওয়াই মারমার সমাজ সেবা কাজে স্বেচ্ছাসেবক হিসেবে নিজেকে আত্ননিয়োগ করেছেন। আরো জানা গেছে, রোববার বিকাল (৩ মে ২০২০) নিজের নাস্তা খরচের জন্য সঞ্চিত টাকা দিয়ে দু:স্থ ও কর্মহীন মুসলিম পরিবারে মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছে। পাশাপাশি গরীব ও কর্মহীন পরিবাদের সেচ্ছাই খাদ্যসামগ্রী ক্রয় করে নিজ হাতে বিতরণ করেন। শুধু তাই নয়, এ করোনা প্রার্দুভাব থেকে প্রতিরোধে লক্ষে রোয়াংছড়ি উপজেলা বিভিন্ন দুর্গম এলাকায় এলাকায় গিয়ে নিজ অর্থ খরচ করে যানবাহন সহ রাস্তা পাশে থাকার বসতঘরকে ব্লিচিং পাউডার দিয়ে স্প্রে করে দেন। যার ফলে বর্তমানে একজন সেবক হিসেবে সবারই চিনেন এবং এলাকার মানুষের মুখে মুখে ওই গরীবের ছেলে মংটিংওয়াই মারমা এর নাম। এসময় সার্বিক ভাবে সহযোগিতা প্রদান করেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি অংসিংউ মারমা ও ছাত্রলীগ নেতা থুইথুইনু মারমা সহ আরো অনেকে। ইফতার সামগ্রী বিতরণের সময় মংটিংওয়াই মারমা বলেন আমি একজন গরীবের ছেলে। তারপরেও সামর্থনুযায়ী দু:সময়ে দু:স্থ ও কর্মহীন মানুষের পাশে থাকা চেষ্টা করেছি।