দেশের সর্বোচ্চ দীনি বীদ্যাপীঠ দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর ভারপ্রাপ্ত মুহতামিম হয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী। তিনি প্রতিষ্ঠানটির মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ থাকায় ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে প্রতিষ্ঠানের সকল দায়িত্ব তিনি পালন করবেন। হাটহাজারী মাদ্রাসার সর্বোচ্চ নীতি-নির্ধারণী কমিটি ‘মজলিসে শূরা’র পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার বাদ যোহর এই ঘোষণা দেন হাটহাজারী মাদ্রাসার শিক্ষক ও হাটহাজারী ওলামা পরিষদ।