নিজস্ব সংবাদদাতা: বান্দরবানে রোয়াংছড়িতে জাগো ফাউন্ডেশন বান্দরবান ব্রাঞ্চ কতৃর্ক রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুর্গম পাহাড়ি পাইক্ষ্যং পাড়াতে কর্মহীন ও অসহায় ৩০ পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে ১৯শে জুন দুপুর ১২টা ঘটিকার। এতে জানা যায় জাগো ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার উবাচ মারমা বলেন রোয়াংছড়ি উপজেলাতে কোন অফিস নাই এবং কোন প্রজেক্ট নাই তবুও বৈশ্বিক মহামারি ও প্রাকৃতিক দুযোর্গ কারণে দুর্গম পাহাড়ের জাগো ফাউন্ডেশনে স্টাফ কমিউনিটি অফিসার বয়কুম লিয়ান বম নিজ পাইক্ষ্যং পাড়াতে ৩০টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য নিয়ে আসছে উপজেলা সদরে। উপজেলা সদর থেকে প্রত্যাক তালিকাভুক্ত পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রতি ত্রাণ প্যাকেটে ছিল চাউল ৫কেজি, তৈল ১ লিটার, আলু ১কেজি, আটা ১ কেজি, ডাল ১ কেজি, মিনি সাবান ২টি, লবণ ১ কেজি করে সর্বমোট ৭টি আইটেমের ৪৫০ টাকার পরিমাণের মূল্য ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি প্রেস ক্লাবের নিবার্হী সদস্য হ্লছোহ্রী মারমা, উপকারভোগীসহ প্রমুখ।